২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০
যুক্তরাজ্য প্রতিনিধি ,লন্ডন, ৩১ ডিসেম্বর,
হাটি হাটি পা পা করে ‘লন্ডন টাইগার্স’ নিজেদের অকৃত্রিম চেষ্টায় সাম্প্রতিক সময়ে উঠে এসেছে লাইমলাইটে। স্বল্পসময়ে হলেও দলগতভাবে এখন ক্রিকেটবোদ্ধাদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। ঢাকায় ফার্ষ্টডিভিশন লীগ খেলে লন্ডনে যাওয়া এবং লন্ডনে কাউন্টি ক্রিকেট জুড়ে থাকা অলরাউন্ডার সুমন শরীফ টাইগার দলের ক্যাপ্টেন হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন। সিইও মেসবাহ আহমদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে স্বল্প সময়েই দলটি শীর্ষস্থানে পৌঁছে যেতে সক্ষম হয়েছে। এছাড়া রয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের প্রাক্তন কোচ টাইগার্সের দলীয় চেয়ারম্যান শহীদুল আলম রতনের প্রত্যক্ষ অনুপ্রেরনা এবং দিক নির্দেশনা। দলের সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন ইসিবি লেভেল ২ ক্রিকেট কোচ এবং এফএ লেভেল ১ ফুটবল কোচ তানভীর আহমেদ, যার নিষ্ঠা শ্রম এবং অনুপ্রেরনা টাইগার্সকে তার লক্ষে পৌঁছাতে অনন্য ভুমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, লন্ডন টাইগারস অ্যাডাল্ট ক্রিকেট দলগুলি শনিবার মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে এবং রবিবার ইংল্যান্ডের এসেক্স কাউন্টি জুড়ে জাতীয় ক্রিকেট লিগে খেলে থাকে। সফল দল রয়েছে অনেকগুলি। যুব ক্রিকেট দলগুলি (৯-১৫ বছর বয়েসী) মিডলসেক্স জুনিয়র ক্রিকেট লিগে খেলে, এছাড়াও, একটি অনূর্ধ্ব ১৯ দল যা মিডলসেক্স টি-২০ এবং ইসিবি ক্লাব টি-২০ ক্রিকেট লিগ খেলে। অনূর্ধ্ব ২১ দল মিডলসেক্স ডেভলপমেন্ট লিগ খেলছে।
লন্ডন টাইগার্সের গতিশীল এই ধারা অব্যাহত থাকলে সহসাই টাইগার্স ইংল্যান্ড জুড়ে সাড়া জাগাবে বলে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766