১৫ই জানুয়ারি ২০২১ ইং | ১লা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
সালেহ মওসুফ
আমি আবেগী সকাল হলে
তুমি হও ব্যস্ত দুপুর
বিষন্ন দুপুর হলে আমি
তুমি হও বিলাসী বিকেল
আমি অভিমানী বিকেল হলে
তুমি হও তাঁরাভরা রাত
আর আমি যখন দীর্ঘ রাত হই
তুমি তখন হও স্নিগ্ধ সকাল।
আমরা কি একত্রে হতে পারিনা
সোনালী আলোর শুভ সকাল
বর্ষণ মূখর ঝড়ো দুপুর
ঘ্রাণে মাতাল মিষ্টি বিকেল
আমার কি একত্রে হতে পারিনা
কফির কাপে রোমান্টিক গোধূলি
সংগীতময় আনন্দ সন্ধ্যা
নক্ষত্রখচিত ভালোবাসার রাত।
আজো তুমি ঠিক মুখরিত একটি সকাল
আমিও বেদনার সেই লম্বা কালো নিশি ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766