লামাকাজী বাজারে স্ট্যান্ডার্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৬

লামাকাজী বাজারে স্ট্যান্ডার্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

এসবিএনঃ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ২১ মার্চ সোমবার বিকেলে লামাকাজিবাজারে অনুষ্ঠিত হয়।

ফতেহপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আফতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অব এজেন্ট ব্যাংকিং) এ.এফ জামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাখাওয়াতুর রহমান, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মোশাররফ হোসেন খান, ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক রাজিবুর রহমান, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক রুম্মান আহমদ, বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক সুজিত দাশ।

মুহাম্মদ আলমগীরের উপস্থপানায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক সাব্বির আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লামাকাজী বাজার কমিটির সভাপতি গোলাম আহমদ, সাধারণ সম্পাদক শাহনূর আহমেদ, শিক্ষক হিমাংশু রায়, সাবেক মেম্বার রইছ আলী প্রমুখ।

ধন্যবাদ বক্তব্য রাখেন লামাকাজি বাজার এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট তুষার কান্তি ভট্টাচার্য্য। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. ইসলাম উদ্দিন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এ.এফ জামাল উদ্দিন বলেন, ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোর-গোড়ায় নিয়ে আসার লক্ষ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক দেশের সর্বত্র এজেন্ট ব্যাংকিং শাখা চালু করেছে।

এতে করে সাধারণ মানুষ উপকৃত হবে এবং এলাকার মানুষ সহজেই ব্যাংকের মাধ্যমে নিরাপদে টাকা আদান-প্রদান করতে পারবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31