এসবিএনঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় নগরীর লালাদিঘী পাড়ে খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কল-কাকলী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফছার আজিজের সার্বিক সহযোগীতায় ও বি ম-এর সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ময়নুল ইসলামের তত্ত্বাবধানে এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জন ডা.আফছর উদ্দিন ও রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মুমিন রাসেলের পরিচালনায় ৩০ জন গরীব শিশুদের ফ্রি খতনা দেয়া হয।
এ সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিনিয়র আইনজীবি আব্দুল কুদ্দুস, সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ।
আরো উপস্থিত ছিলেন, কল-কাকলী সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম সাকিব, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির ইমন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমির আহমদ, সদস্য মুন্না আহমদ, বঙ্গবন্ধু শিমু কিশোর মেলা সিলেট মহানগরের রফিকুল ইসলাম, জলিল আহমদ লিটন, শাহাজান আজিজ, মাহতাব উদ্দিন, শাকিল মোর্শেদ, মাসুদ আহমদ রনি, লিমন আহমদ, রিংকু দাস, রিপন আহমদ, জাহিদুল ইসলাম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন