
২০০৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়ে ধারাবাহিকভাবে স্বেচ্ছাসেবী এবং উন্নয়নমূলক কাজগুলো করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১০ টায়, পাঠাগার চত্ত্বরেই এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
পিজিয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ তালেব বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীর কর্ণধার। তাদের ছড়ানো সুভাষ ফুলের শুভাষকেও হার মানাবে।
দেশ, জাতি, সমাজ পরিচালনা করবে তারাই। তাদেরকে উদ্বুদ্ধ করতে আমাদের এ ছোট্ট আয়োজন। সবার সফলতা কামনা করছি। পিজিয়ন সংগঠনটির সাধারণ সম্পাদক আল-আমিন বুলু বলেন, আমরা সব সময় শিক্ষার্থীদের নিয়ে কাজ করি। কারণ তারাই আগামীর সম্ভাবনা।
এসএসসি পরিক্ষার্থীরা বলেন পিজিয়ন ক্লাব শীতের সময় শীতবস্ত্র বিতরণ করে, বন্যার সময় ত্রাণ বিতরণ করে, ঈদ ও পূজায় উপহার সামগ্রী বিতরণ করে, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করে। আমরা পিজিয়ন ক্লাবের সদস্য হতে পেরে নিজেদের গর্বিত মনেকরি।
পিজিয়ন ক্লাব সবার মন জয় করেছে। ক্লাবটির সফলতা কামনা করছি।