এসবিএন নিউজ, জুনেল আহমেদ আরিফ দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ “দৃষ্টি সবার অধিকার”, ‘বয়স হলে হানি হয়, অপারেশনে ভালো হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৬ই জানুয়ারী শনিবার সিলেট সদরের দক্ষিণ সুরমা কলেজ প্রাঙ্গনে বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।
বাছাইকৃত রোগীদের সিলেট আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে।
উক্ত চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট, লায়ন হেলেন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, অধ্যাপক মুহিবুর রহমান।
এছাড়াও এ এসময় উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লিও আশরাফুল আহমদ, লিও আলী হায়দার জামি, লিও শাওন, লিও সায়েল, লিও ইতি জাহান সহ প্রমুখ।
লায়ন খন্দকার মাজহারুল আনোয়ারের উপস্থাপনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মুহিবুর রহমান।
বক্তারা বলেন, ‘মানব সেবার ব্রত নিয়ে আজ পর্যন্ত যত সংগঠন পরিচালিত হয়েছে, তা আর পিছু ফিরে তাকাতে হয়নি।’ তারা লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান।
সংবাদটি শেয়ার করুন