স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের শিক্ষক ও এমডি (হেপাটোলজি) ফেইজ-এ ও ফেইজ-বি পোষ্টগ্রেজুয়েশন কোর্সে অধ্যয়নরত চিকিৎসকরা বুধবার (০৭ জুন) ঢাকার গুলশানে ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারে লিবারেশন ওয়ার গ্যালারী পরিদর্শন করেন।
ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে প্রায় ত্রিশ জন চিকিৎসকের দলটিকে ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারে অভ্যর্থনা জানান সেন্টারের পরিচালক শ্রী মৃন্ময় চক্রবর্তী। তিনি তাদের গ্যালারীটি ঘুরিয়ে দেখান এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেন।
উল্লেখ্য সম্প্রতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই গ্যালারীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। গ্যালারীটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়ের প্রায় শতাধিক ছবি প্রদর্শীত হচ্ছে। ছবিগুলোর বেশিরভাগই ইতিপূর্বে প্রকাশিত ও প্রদর্শিত হয়নি বলে, প্রতিষ্ঠার পর থেকেই গ্যালারীটি সবার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে।
গ্যালারী পরিদর্শন শেষে অধ্যাপক ডা. স্বপ্নীল সেন্টারের পরিচালক শ্রী চক্রবর্তীর হাতে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের পক্ষ থেকে একটি মোমেন্টো তুলে দেন। তারা উভয়ই আশা প্রকাশ করেন যে এই গ্যালারীটি আমাদের আজকের প্রজন্মকে একাত্তরকে আবার নতুন করে চিনতে এবং একাত্তর নিয়ে নতুনভাবে ভাবতে উজ্জীবিত করবে।
সংবাদটি শেয়ার করুন