ফাহাদ ইবনে হাশেম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষে আমরা রোভার আমরা সবার এই প্রত্যয়ে চট্টগ্রামের লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রপের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণের কর্মসূচী পালনে কাজ করে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার সকাল ৬টার পর থেকেই কারফিউ উঠে গেলেও যান চলাচল ছিল খুবই সীমিত। প্রায় ফাঁকা দেখা গেছে। সকালে গণপরিবহনেও মানুষ ছিল হাতে গোনা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল কিছুটা বেড়ে যায়।
লোহাগাড়ার বিভিন্ন স্ট্যাশনে যান চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকেও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়।
গতকাল সকাল থেকে পদুয়া, আমিরাবাদ, আধুনগর, চুনতি এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট সদস্য মোহাম্মদ মিনহাজ জানান, দীর্ঘ যানজটের সমস্যা দেখা দিলে আমার স্কাউট গ্রুপ নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করি। সে আরও জানাই দেশের স্বার্থে এটি আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিটি মানুষের উচিৎ নিজ নিজ জায়গা থেকে দেশের আইন শৃঙ্খলা মেনে চলা।
গতকাল থেকে কোন ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করছিলেন বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও তরুণরা। তারা যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে হাতে লাঠি বহন করেন।
সংবাদটি শেয়ার করুন