ফাহাদ ইবনে হাশেম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে মো. রাসেল (২০) নামে এক এসি শ্রমিক মারা গেছেন ।
রবিবার (১৮ জুন ) বিকাল সাড়ে ৫ টার দিকে গোলাম নবী হাজী পাড়ার আবু দাউদ জনু কোম্পানির বিল্ডিং এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল আনোয়ারা উপজেলার হইলধর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলমদার বাড়ির আবুল বাশারের পুত্র।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকালে আবু দাউদ জনু কোম্পানির বিল্ডিং এর ২য় তলায় এসি লাগানোর কাজ করছিল রাসেল। বিল্ডিং নিচে ১১ হাজার বোল্ডার তার ছিল।
এসময় হঠাৎ বিদ্যুৎ*স্পৃষ্ট হয়ে রাসেল নিচে পড়ে গেলে তার সহকার্মীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়া মা-মনি হাসপাতাল নিয়ে যায়৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক এসআই মোজাম্মেল ঘটনাস্থলে পরিদর্শন করছেন। তিনি জানান, নিহতের স্বজনদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল থেকে লা*শ থানায় নিয়ে আসা হয়েছে। ময়না*তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
সংবাদটি শেয়ার করুন