১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
ফাহাদ ইবনে হাশেম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ মালপুকুরিয়া এলাকায় আগুন লেগে ৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ মালপুকুরিয়া ইসহাক সওদাগরের ঘাটা এলাকায় উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল মোহাম্মদ ওরহান জানান, অগ্নিকাণ্ডে ইসহাক সওদাগরের ঘাটা এলাকার কোরবান আলীর বাড়ি, হেলাল উদ্দিনের বাড়ি, আলী আহমদ ড্রাইভারের বাড়ি এবং মৃত মনির আহমেদের বাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রুবেল আলম জানান, গ্যাসের সিলিন্ডার থেকে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান অনেকটা কম হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে স্থানীয় সামাজিক সংগঠন এলিট এসোসিয়েশন এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com