ফাহাদ চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামুল হকের কবর জেয়ারতের পর তার পরিবারের সাথে সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন, শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচারকে হটিয়ে ২য় বারের মতো স্বাধীনতা পেয়েছি, শহীদদের রক্ত কখনো বৃথা যেতে রাষ্ট্র দিবোনা। এই স্বাধীনতা ও বিপ্লবকে রক্ষা করতে হবে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণকে।
শহীদ ইশমামুল হকের মা’কে শান্তনা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া সকল শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিবে এবং শহীদ পরিবারের পাশে সব সময় রাষ্ট্র থাকবে।
১৮ আগস্ট (রবিবার) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণকারী শহীদ মোহাম্মদ ইশমামুল হকের নিজ বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ইশমামদের মতো যাঁরা বুলেটের সামনে বুক পেতে দিতে ভয় পায়নি সেই ছাত্র-জনতার আত্মত্যাগের কারণেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও তাঁর দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
পরে ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদ এবং থানা কার্যালয় পরিদর্শন করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাদি-উর-রহিম জাদিদ, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুন লায়েল, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম সহ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্রজনতা।
সংবাদটি শেয়ার করুন