১৫ই এপ্রিল ২০২১ ইং | ২রা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৭
রাজধানীর ল্যাব এইডে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে সিসিইউতে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে। সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্যারকে গতকালই হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে নেয়া হয়।’
চিকিৎসকদের বরাত দিয়ে ব্যক্তিগত সহকারী জানান, সুরঞ্জিতের অবস্থা সংকটাপন্ন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে। সুরঞ্জিত দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।
রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছেন সুরঞ্জিত। কয়েক মাস আগে তিনি ক্যানসারে আক্রান্ত বলে খবর প্রকাশ হলে সুরঞ্জিত নিজেই জানান, তার রোগটা ক্যানসার নয়। ইতোমধ্যে তিনি আমেরিকায়ও চিকিৎসা নিয়েছেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766