শনিবার সিলেট রেজিষ্টারী মাঠে জমিয়তে উলামার মহা সমাবেশ

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬

শনিবার সিলেট রেজিষ্টারী মাঠে জমিয়তে উলামার মহা সমাবেশ

এসবিএনঃ জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বানে ১২ই মার্চ শনিবার দুপুর ১২টায় সিলেট রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে ইসমতে আম্বিয়া ও আদালতে সাহাবা মহাসমাবেশ।

মহাসমাবেশের শুভ উদ্বোধন করবেন জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী। সভাপতিত্ব করবেন আমিরে জমিয়ত আল্লামা আলিমুদ্দীন শায়খে দূর্লভপুরী।

মহাসমাবেশে সর্বাত্মকভাবে সফলের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট প্রেসক্লাবে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামার কেন্দ্রীয় মহাসচিব মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলী। উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম এল.এল.বি, সিলেট জেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেইন চতুলী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম, অর্থ সম্পাদক মাওলানা হাফিজ আহমদ কবির, সিলেট মহানগর কমিটির সভাপতি মাওলানা তহুরুল হক জকিগঞ্জি, সাবেক যুব নেতা মাওলানা আব্দুল্লাহ শাকির, ছাত্রনেতা মাওলানা বদরুল ইসলাম আল ফারুক, রফি উদ্দিন শাহীন, জুনায়েদ আল-হাবিব প্রমুখ।

এদিকে মহাসমাবেশ সফলের লক্ষ্যে শুক্রবার বাদ জুমআ মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির উদ্যোগে সিলেট বন্দর বাজার জামে মসজিদ থেকে প্রচার মিছিল বের করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31