নাসরীন জাহান
দরজা খোলা রেখেছিলে?
কবে থেকে? আমি তো শব্দ করিনি?
আমার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে,শব্দ হয়নি।
কতদিন সূর্য হেলে পড়েছে কোথাও, দশপাশে দেয়াল।
আর নির্জন রাত্রিরা বলেছে চুপ।
অক্ষরের কী শব্দ হয়? লেখা ছেড়ে ঘাপটি মেরে আছি
যেখানে সেখানে রূপান্তরিত হয় দেহ, এরপর আত্মা
হৃদয় কষ্টে পুড়িয়ে ফেলি,
ফের জল ঢালি।
আমাদের জীবন থেকে ময়ূর উড়ে যায়,
চারপাশ ঘিরে রাখে অমাবস্যার শীত।
জিভ দিয়ে স্পর্শ করি শব্দ, আলো জ্বলে
ওঠে একেবারে বোবার মতো।
ইশসস,শব্দ হচ্ছে।
শব্দ দিয়ে শব্দহীনতা বানানোর কোন শক্তি নেই, আমি
যখন মুখ খুলি শব্দ,
ইশারায় চেষ্টা অনেক করেছি,
গান উড়তে থাকে,এমন কোন শব্দ দিতে পারো,
যাতে কোন শব্দ নেই,
যত চেষ্টা করি,পাথর ভাঙার শব্দ শুনি।
শুনতে না হয়,জানালা বন্ধ শুনি,
আজ দরজা খোলা,
এখন অনন্ত শব্দহীন আমার কথা
এখন শুনতে হবে আপনাকে ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com