টাইমস নিউজ
শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করেছে চিকিৎসক সমাজ।
শুক্রবার (২ আগস্ট) সকালে শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন সব মেডিক্যালের শিক্ষক ও শিক্ষার্থীরা।
চিকিৎসকরা বলেন, আমরা চাই একটা সুন্দর স্বাধীন দেশ।
যেখানে লাশ পড়ে থাকে রাস্তায়, নির্বিচারে গুলি করা হচ্ছে। এতে আমার ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে, ছেলে মেয়েরা মারা যাচ্ছে।
রাজনৈতিক দলগুলো সবসময়ে চেয়েছে দেশের তরুণ প্রজন্ম যেন সংবিধান না শিখে বড় হয় উল্লেখ করে চিকিৎসকরা বলেন, ‘প্রধানমন্ত্রী রাজাকার শব্দটি উচ্চারণের পাশাপাশি বলেছেন, যে সব শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা নাকি সংবিধান সম্পর্কে অবগত নয়। ছোট স্কুলব্যাগে ১৪-১৫টি বই থাকে, কিন্তু একটা সংবিধানের কোনো লাইন লেখা নাই। রাজনৈতিক দলগুলো সবসময়ে চেয়েছে দেশের তরুণ প্রজন্ম যেন সংবিধান না শিখে বড় হয়। যা প্রধানমন্ত্রী নিজের মুখে স্বীকার করেছেন।’
এ সময় তারা শ্রেণিপেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারকৃতদের জামিনের দাবি করেন।
সংবাদটি শেয়ার করুন