এসবিএন ডেস্ক:
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী এ নোটিশ পাঠান।
এ বিষয়ে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী জানান, খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় তাকে এ নোটিশ দেওয়া হয়েছে। তার এ বক্তব্য দেশদ্রোহী মনোভাব পাওয়া যাচ্ছে। নোটিশে সাত দিনের মধ্যে খালেদা জিয়াকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়েছে। তিনি যদি এটা না করেন তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান, খালেদা জিয়ার গুলশান বাসভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন ঠিকানায় রেজিস্ট্রি করে ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।
গত সোমবার রাজধানীতে দলীয় সমর্থিত মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়েছেন বলা হয়। তবে প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন, তা নিয়ে বিতর্ক রয়েছে।
সংবাদটি শেয়ার করুন