এসবিএন: শহীদ জগৎজ্যোতি তালুকদারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জগৎজ্যোতি তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
জগৎজ্যোতি স্মৃতি সংসদের প্রধান উপদেষ্ঠা মহানগর আওয়ামীলীগ নেতা হাজী সেলিম আহমদের সভাপতিত্বে ও সিলেট সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুক আহমদ এবং মিজান আহমদ পারভেজের যৌথ পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, এডভোকেট শেখ মখলু মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
ডিজিটাল পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক ইকরাম হোসেন বক্স, যুবলীগ নেতা সিদ্দিক আহমদ, জামাল উদ্দিন, মনিরুজ্জামান সেলিম, জুয়েল আহমদ, সতীস দেবনাথ ঝন্টু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রশীদ আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, শহীদ জগৎজ্যোতি তালুকদার স্মৃতি সংসদের আহ্বায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব সুবীর দাস শিপু, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সাবেক ছাত্রনেতা সেলিম চৌধুরী, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক অসীম কান্তি কর, প্রাক্তন ছাত্রনেতা চৌধুরী মঈনুল হক, ইলিয়াছী দিনার, শ্রমিকলীগ নেতা মাসুক মিয়া, সাবেক ছাত্রনেতা উত্তম দাস, ছাত্রনেতা জাকারিয়া আহমদ, সাহেদ আহমদ, এম মাহমুদ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন