২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯
শহীদ মিনার চত্বরে অশ্লীল নাচ-গানের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শহীদ মিনারে ‘মেয়র নাইট’ নামে অনুষ্ঠান আয়োজন করেন কলাপাড়া পৌরমেয়র বিপুল হালদার। ওই অনুষ্ঠানে অশ্লীল নাচ-গানের অভিযোগ উঠলে তা তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে এক তরুণী নৃত্য পরিবেশন করেন। সেখানে অশ্লীলতার অভিযোগ তুলে আলোচনা হয় ফেইসবুকে।
ইউএনও তানভীর বলেন, এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন দেবে। তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766