মোস্তফা মোহাম্মদ
বিহঙ্গ উড়ে যায়, বিউগলের সুর বেজে ওঠে,
কাল আর আজকের মাঝে বিস্তর ব্যবধান—
তুমি এখন উষ্ণবুক-তপ্তদুপুর, আমার শ্রাবণ-রাত;
চোখের জলে যোজন-ফারাক—
আমি তোমার সাদা-কালো শাড়ি আর ওড়নার ফাঁক, ফ্যাসাদ ঠেলেঠুলে, মেঘের ভেতরেই ঢুকে যাই,
জল আর ছলের ছোঁয়ায় বিগলিত দিগন্ত-প্রান্তর;
গতকালের আকাশ দেখে মনে হলো—
তুমি আসছো আজ, রবিশঙ্করের সেতারে,
বিসমিল্লাহ খাঁর শানাইয়ের উচ্ছ্বসিত মূর্চ্ছনায়;
আজকাল ইথারেই ভেসে আসো প্রতিদিন,
সমুদ্রের উদ্দামতায় নেচে—
কেনো তুমি বলাকায় উড়ে আসো নাই,
গহীন বনে, সুউচ্চ পাহাড়ে, মেঘদূতসম যক্ষের বাসরে;
সুরের আগুনেই পাই—
তোমাকে দেখার পর আর কিছুই বাঁকি নাই,
দোকানের সদাইপাতি ফলমূল সব্জির বাজার;
দূরবর্তী কোনো রেলগাড়ির হুইসেল,
লঞ্চের সাইরেন আমাকে জাগিয়ে দেয় আজো,
রাত্রির নির্জনতায়—
বিশুদ্ধ হই তোমার সাঙ্গীতিক মমতায়;
নিবিড় রাত্রির কানে কানে,
সুবোধ বালকের মতো মিনতি আমার—
খসে পড়ে পড়ুক তোমার কানের দুল,
বাহারি আঙুল আর নিকানো পুষ্পিত উঠান;
সংবাদটি শেয়ার করুন