গত শনিবার বিকেলে ৫টার দিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করে এক যুবক । এতে অধ্যাপক জাফর ইকবালের প্রচুর রক্তক্ষরণ হয়। হামলার পর জাফর ইকবালকে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয় । জানা যায় তিনি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনার প্রতিবাদে, শিক্ষার্থীরা সোমবার রাত আটটায় শিক্ষা ভবন-ডি এর গ্রাউন্ডে মোমবাতি দিয়ে জাফর ইকবালের প্রতিকৃতি তৈরি করেন । প্রতিকৃতির পাশে লিখা ছিল “Get Well Soon Sir”.
সংবাদটি শেয়ার করুন