১৯শে জানুয়ারি ২০২১ ইং | ৫ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯
যাট দশকের তুখোড় ছড়াকার,সাহিত্য গবেষক,গীতিকার, বাংলাদেশ বেতারের প্রাক্তন সহকারী পরিচালক সকলের শ্রদ্ধাভাজন শামসুল করিম কয়েস আর নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্হ থাকা অবস্হায় আজ সকালে তার হাউজিং এস্টেট এ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি —রাজিউন।তিনি “বাংলা সাহিত্যে সিলেট” নামে বেশ কয়েক খন্ডে সিলেটের লেখকদের জীবনী রচনা করেছেন ।
স্বাধীনতা উত্তর সত্তর দশককে সিলেটের শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন এক প্রাণচাঞ্চল্য লেখক।
শামসুল করিম কয়েস সর্ম্পকে জামান মাহবুব তার এক লেখায় বলেন-
‘শামসুল করিম কয়েস ব্যক্তিগত জীবনে রসিক, আড্ডাপ্রিয়। তাঁর লেখায় রসভাণ্ডার যেন উথলে উঠে। বিচিত্র এবং আজগুবী বিষয় উপস্থাপনে তাঁর জুড়ি মেলা ভার। অবশ্য এর পেছনে আছে তাঁর সমাজ-মনষ্কতা, শ্লেষ ও বিদ্রুপ; কখনো কখনো কৌতুক। মজার একটা ছড়ার উদাহরণ দিই-
‘… ছাগল দিয়ে করলে জমি চাষ
ধানের মাঠে ফলবে বরুয়া বাঁশ…।’
শামসুল করিম কয়েসের শ্রেষ্ঠ কীর্তি ‘বাংলা সাহিত্যে সিলেটের অবদান।’ সহজ-সরল ভাষায় এ অঞ্চলের কবি-সাহিত্যিকদের যে পরিচিতি তিনি তুলে ধরেছেন, তাতে হয়ত পা-িত্যের কচকচানি নেই, যুক্তির মারপ্যাঁচ নেই, তবে আন্তরিকতা ও সিগ্ধতায় সমুজ্জল। কয়েক বছর আগে চাকরি থেকে তিনি অবসর নিয়েছেন, কিন্তু সাহিত্যচর্চায় আজও তিনি নিরলস। ভাবীকালের সাহিত্য-গবেষকরা শামসুল করিম কয়েসের সৃষ্টিকর্মে প্রচুর তথ্য-উপাত্ত লাভ করবেন, তাতে সন্দেহ নেই। এ কারণেই তিনি বার বার আলোচিত হবেন। বর্তমানকালের মত ভবিষ্যতেও এ সংক্রান্ত লেখায় তথ্য সূত্রে উল্লেখিত হবে তাঁর নাম। আর এখানেই শামসুল করিম কয়েসের সৃষ্টিকর্মের সার্থকতা।’
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌমিত্র দেব । ছড়াকার শাহাদত বখত শাহেদ জানিয়েছেন শামসুল করিম কয়েস এর মৃত্যু সংবাদ প্রচারের সঙ্গে সঙ্গে সিলেট শহরে শোকের ছায়া নেমে আসে ।সিলেটের ছড়ালোক,ছড়াকেন্দ্র-সিলেট, ও পাক্ষিক ঢালপত্র পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766