শামিমা চৌধুরীর কবিতা ‘মঞ্চের আলো-অাঁধারে’

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

শামিমা চৌধুরীর কবিতা ‘মঞ্চের আলো-অাঁধারে’

প্রসঙ্গ : বরাক- সুরমা নাট্যোৎসব ২০১৮
**মঞ্চের আলো-অাঁধারে**

– শামিমা চৌধুরী

যখন সুর মৃদুমধুর হয়ে খাদে নেমে অাসে,
তখন তিনি নতুন সমাজ গড়ার স্বপ্নে বিভোর…

কখনো দুর্দান্ত দ্রোহে ঘুরে দাঁড়ান…

কখনোবা ভাবনার গভীরে ডুবে যান
যেনো মেঘমালার মধ্যে মিলিয়ে
যাওয়া বুনোহাঁস…

এই হলেন শক্তিমান অভিনেতা
সুব্রত রায়…

দেখুন,একাই একজন অভিনেতা
কী গভীর অনুশীলনে
কী শ্রমনিষ্ঠ প্রত্যয়ে
অনেকজন হয়ে যান।

আসুন,
আজ সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়াম এ।
কথাকলি সিলেট এর ‘ বরাক- সুরমা নাট্যোৎসব ‘ এ।
আজকের আমন্ত্রিত অতিথি সংগঠন
গণসুর সাংস্কৃতিক সংস্থা।

 

নাটক : শেষ সংলাপ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930