সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরামের নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি কামরান হোসেন হেলাল, সাধারন সম্পাদক খালেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক নির্ঝর রায় বলেন, সকল সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধ তথা সকল ধর্মের সকলেই এই উৎসবে সামিল হই। অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গিকার নিয়ে একে অপরের পাশে দাড়াই। শান্তিতে, সৌহার্দে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। এদেশ শুধু হিন্দুদের নয় বা শুধু মুসলিমের নয়। এদেশ স্বাধীন করতে রক্ত দিয়েছে হিন্দু, মুসলিম সহ সকল ধর্মের মতার্দশীরাই। একে অপরকে বাদ দিয়ে এ দেশকে উন্নতির শেখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই হাতে হাত রেখে আমাদের এগিয়ে যেতে হবে, দেশের স্বার্থে তথা আমাদের স্বার্থে।
সংবাদটি শেয়ার করুন