এসবিএন ডেস্ক:
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ ৪ জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
তারা হলেন- আনোয়ারা বেগম (৩০), নাহিদা ফারজানা (২৫), আনোয়ার পারভেজ (২৫) ও ওসমান সোহেল (২৯)।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, বুধবার দুপুরে তাদের আটক করা হয়। এদের মধ্যে দুই নারীর কাছ থেকে মোট সাড়ে ১৪ কেজি ওজনের ১২৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বর্তমান বাজার দর অনুযায়ী উদ্ধার স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা।
তিনি জানান, আটক দুই যুবক বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফ্লাইটে কুয়েত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। আর দুই নারী চট্টগ্রাম বিমানবন্দর থেকে একই বিমানে ঢাকায় আসে।
ড. মইনুল জানান, ধারণা করা হচ্ছে— কুয়েত থেকে আসা দুই যুবক- আনোয়ার ও ওসমান স্বর্ণের বারগুলো নিয়ে এসেছিল। পরে পরিকল্পনা অনুযায়ী তারা চট্টগ্রাম থেকে বিমানে ওঠা দুই নারী- আনোয়ারা ও ফারজানার কাছে স্বর্ণের বারগুলো হস্তান্তর করে। ওই দুই নারী স্বর্ণের বারগুলো তাদের কোমরে লুকিয়ে রেখেছিল।
আটক ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক।
সংবাদটি শেয়ার করুন