শাহরুখ-দীপিকার জন্য সরকারের কাছে চলচ্চিত্রকর্মীরা!

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

শাহরুখ-দীপিকার জন্য সরকারের কাছে চলচ্চিত্রকর্মীরা!
সদরুল আইন, স্টাফ রিপোর্টারঃ
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় বলিউডের ছবি বয়কট করার ট্রেন্ড। নতুন ছবির ট্রেলার মুক্তি পেলেই নেটিজেনদের একাংশ হামলে পড়ে ছবিকে বয়কট করার দাবি নিয়ে।
এর নেপথ্যে যে কোন মানসিকতা কাজ করছে, না ভাবতে ভাবতে দিন কাটছে বলিউড ছবির নির্মাতাদের। তবে এই বয়কট ট্রেন্ড যে মোটেই ভাল নয়, তা হারে হারে বুঝতে পেরেছে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’।
আর ‘পাঠান’ বয়কট নিয়ে যে তোড়জোড় চলছে, তা রীতিমতো ভাবাচ্ছে বিনোদনজগতের সঙ্গে যুক্ত মানুষদের।
আর এই ভাবনা থেকেই এবার বড়সড় পদক্ষেপ নিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বয়কটের বাড়াবাড়ি আটকাতে সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে সংস্থাটি।
সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলিউড তারকাদের সঙ্গে বৈঠক করার পরই এই পদক্ষেপ।
 বুধবার অভিনেতা সুনীল শেট্টিও যোগীর কাছে এই সমস্যার কথা খুলে বলেছিলেন। বলিউড-বিরোধী মনোভাব এবং আনুষঙ্গিক ঘৃণার বাতাবরণ থেকে বেরোনোর জন্য কী করণীয়, সে বিষয়ে যোগীর পরামর্শ চান সুনীল।
তারপরই এ ধরনের পদক্ষেপ নিল দেশের বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষরা। পশ্চিমের চলচ্চিত্র কর্মীদের সংগঠনের তরফেও সেই হিংসাপ্রচারের প্রবণতা আটকানোর আর্জি সরকারের কাছে।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তাদের বিবৃতিতে বলা হয়েছে, কোনো ছবি মুক্তির আগেই তার পোস্টারের নীচে কিংবা ট্রেলার মুক্তির পর ভরে যাচ্ছে এই ধরনের মন্তব্য। কিন্তু কেন? আদৌ কি তারা ছবিটা দেখে মন্তব্য করছেন? একজন গুজব ছড়িয়ে অন্যকে প্রভাবিত করবেন কেন? বয়কটের রব তুলে এই ধ্বংসের অভিযান বন্ধ হোক।
যারা আপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন নেতারা।
‘পাঠান’ ছবির মুক্তি যত ঘনিয়ে আসছে, বিতর্কের তেজ যেন আরও বেড়েই চলছে। এতদিন ছবিকে বয়কট করার জন্য নানা পন্থা নিচ্ছিল দেশের হিন্দু সংগঠনগুলো।
তবে এবার বিতর্কের পারদ গেল চড়ে। আহমেদাবাদের একটি মাল্টিপ্লেক্সে ঢুকে শাহরুখ ও দীপিকার ছবির কাট আউটের উপর হামলা চালাল বজরং দলের সদস্যরা। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বজরং দলের সদস্যরা ওই থিয়েটারের কর্তৃপক্ষকে হুমকি দিয়ে বলেন, এখানে দীপিকা এবং শাহরুখের পাঠান ছবি দেখানো যাবে না।
 তাদের কথা না শুনে যদি এই ছবি প্রদর্শন করা হয়, তা হলে বজরং দলের আসল রূপ দেখতে পাবেন তারা। হিন্দু ধর্মের অবমাননা কখনও সহ্য করবে না বজরং দলের সদস্যরা।

লাইভ রেডিও

Calendar

May 2023
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031