এসবিএন, সর্দার মুজাহিদুল ইসলাম, দিরাই প্রতিনিধিঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম আমাদের গর্ব।
তিনি হাওর পাড়ে জন্ম নিয়ে নিজ প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশ বিদেশে আমাদের হাওরাঞ্চলকে গৌরবান্বিত করেছেন।
তার গান ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র স্বাধীনতা সংগ্রামে জাতিকে প্রেরণা দিয়েছে, তার গানে হাওর পাড়ের অসহায় মানুষের সুখ-দুঃখের কাহিনী ফুটে উঠেছে।
শাহ আব্দুল করিম আমার খুব কাছের একজন মানুষ ছিলেন। জীবিত শাহ আব্দুল করিমের সংস্পর্শে এসেছি অনেকবার।
আমার দেখা মতে, শাহ আব্দুল করিম অনেক বড় মনের মানুষ ছিলেন। নিজের জন্য কিছু ভাবতেন না। তাঁর সব ভাবনা ছিলো সকল মানুষকে নিয়ে।
তিনি নিজ কর্মগুনে দেশের সম্পদে পরিনত হয়েছিলেন। তার অসামান্য সৃষ্টি’কে বাচিয়ে রাখা আমাদের নৈতিক কর্তব্য।
শনিবার সন্ধ্যা ৭টায় উজান ধল গ্রামের মাঠে শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ২ দিন ব্যাপী লোক উৎসবের সমাপনী দিনে গানের ফাঁকে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী প্রমুখ।
অতিথি ও স্থানীয় শিল্পীদের গান পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্ত ঘটে।
সংবাদটি শেয়ার করুন