১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২
রেডটাইমস ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার এক কলেজ অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়েছে স্থানীয় একটি পক্ষ। এ ঘটনার ছবি ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
পুলিশের উপস্থিতিতে কীভাবে একজন শিক্ষককে এভাবে অসম্মান করা হলো, উঠেছে সেই প্রশ্নও। প্রতিবাদকারীদের অভিযোগ, কেবলমাত্র ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে ওই শিক্ষককে এভাবে অপমানিত হতে হয়েছে।
গত কয়েকদিন ধরে ফেসবুকে সরব ছিল এই প্রতিবাদ। এবার সেই প্রতিবাদ গড়াচ্ছে মাঠেও। সোমবার (২৬ জুন) বিকেলে ঢাকার শাহবাগে ওই ঘটনার প্রতিবাদে সমাবেশ ডাকা হয়েছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন গণমাধ্যম । সমাবেশের অন্যতম আহ্বায়ক রবীন আহসান বলেন, “ওই ঘটনায় (ফেসবুক পোস্ট) ভুক্তভোগী শিক্ষকের কোনো ভূমিকাই নেই। ওনাকে না বাঁচিয়ে পুলিশ তাকে বের করেছে। প্রশাসন যারা চালায় তারা কী চাইছে?’’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, অপদস্ত শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার চেষ্টা বাস্তবায়ন করতে দেয়া হবে না। কলেজের পরিচালনা পরিষদের সভাপতিও বলছেন, স্বপন কুমার নিজে থেকে না চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদেই থাকছেন। তার নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ।
নড়াইলে পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা দিয়ে অপদস্ত করার ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনার ৯ দিনের মাথায় তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি বলছে, অপদস্ত শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার চেষ্টা বাস্তবায়ন করতে দেয়া হবে না।
কলেজের পরিচালনা পরিষদের সভাপতিও বলছেন, স্বপন কুমার নিজে থেকে না চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে তাকে সরানো হবে না।
নড়াইলে পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা দিয়ে অপদস্ত করার ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনার ৯ দিনের মাথায় তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি বলছে, অপদস্ত শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার চেষ্টা বাস্তবায়ন করতে দেয়া হবে না।
কলেজের পরিচালনা পরিষদের সভাপতিও বলছেন, স্বপন কুমার নিজে থেকে না চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে তাকে সরানো হবে না।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com