১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৬
এসবিএন ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দুই নেতা। কিছুক্ষণ আগে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে আছেন ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল।
অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি গতকাল ১১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এই কর্মবিরতির মধ্যে বৈঠকটি হচ্ছে।
এদিকে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতির আজ দ্বিতীয় দিন। শিক্ষকেরা তাঁদের মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য আট মাস ধরে আন্দোলনের পর গতকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে। এই কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে আজও কোনো ক্লাস হচ্ছে না।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766