১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর ও নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দ।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এক যুক্ত বিবৃতিতেবলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাদের উপর এর আগেও পুলিশ এবং ছাত্রলীগ হামলা করেছে। এতকিছুর পরেও ছাত্রদের ব্যাপক অংশগ্রহন এবং দাবির যৌক্তিকতা অস্বীকার করতে না পেরে প্রধানমন্ত্রী দাবি মেনে নিতে একভাবে বাধ্য হয়েছেন। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবির কথা বললেও প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে কোটাব্যবস্থা বাতিলের কথা বলেন। কিন্তু সেই বক্তব্যের পরেও অনেক সময় গড়িয়েছে সরকারের পক্ষ থেকেও বারবার নানা ধরণের আশ্বাস দেয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন সরকারি গেজেট প্রকাশ করা হয়নি। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধতা তৈরি হয়েছে এবং তারা আন্দোলনের নতুন কর্মসূচী ঘোষণা করতে আজ ৩০ জুন সাংবাদিক সম্মেলন আহ্বান করে। কিন্তু সংবাদ সম্মেলন শুরুর আগেই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় আন্দোলনরত শিক্ষার্থীরাসহ বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীও গুরুতর আহত হোন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরণের হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। সারা দেশেই ক্ষমতাসীন ছাত্র সংগঠন নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে এবং ভিন্নমত দমনে এই সন্ত্রাসী কায়দা ব্যবহার করছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশের নূন্যতম অবশিষ্ট নেই। নেতৃবৃন্দ অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের এই হামলার সাথে জড়িত সন্ত্রসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com