মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার পরিচিতি সভা
শিশুদের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও
মানুষের প্রতি দায়বন্ধতার বিকাশ ঘটাতে হবে-মো. শহিদুল ইসলাম চৌধুরী
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, এই একবিংশ শতাব্দীতে বাংলাদেশকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না। আমরা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যেতে চাই। এজন্য মানবাধিকার, সুশাসন খুবই জরুরী। দেশে হলি আর্টিজেনের মতো জঙ্গি হামলা যাতে না হতে পারে সেজন্য মানবাধিকার সংগঠনগুলোকে কাজ করতে হবে। শিশুদের সুন্দর বিকাশে পরিবারকে নিতে হবে মুখ্য ভূমিকা। তাদের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, মানুষের প্রতি দায়বন্ধতার বিকাশ ঘটাতে হবে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ১৬ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মো. শহিদুল ইসলাম চৌধুরী আরো বলেন, ১৯৭১ সালে রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। নারীদের অধিকার সমুন্নত রাখতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। সরকার দেশকে সমৃদ্ধ ও সুখী দেশে পরিণত করতে কাজ করছে। সরকার চায় জনগণের দারগোড়ায় সেবা পৌছে দিতে।
ফাউন্ডেশনের সিলেট জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আ.ন.ম. ওহিদ কনা মিয়া, ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি আসাদুজ্জামান, সিলেট চট্রগ্রাম ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংগঠক মনোরঞ্জন তালুকদার, বিশিষ্ট আইনজীবী রাশিদা সাঈদা খানম।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় শাখা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়া, অর্থ সম্পাদক জাবেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, পর্যবেক্ষণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, প্রচার সম্পাদক আশিকুর রহমান রব্বানী, জেলার নির্বাহী সহ-সভাপতি আলহাজ্ব ডা. এম.এ. রকিব, সহ-সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, সুরঞ্জিত বর্মণ, বদরুল ইসলাম সোয়েব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বাবলু চন্দ্র ভৌমিক, ইফসুফ সেলু, মো. ইমরান হোসাইন, জাহাঙ্গীর আলম, শোয়াইবুর রহমান, আলী আহসান হাবিব, শফিউল আলম, হুমায়ুন রশিদ শাহীন, তুহিন চৌধুরী, অঞ্জন ভৌমিক, ফয়েজ আহমদ, অ্যাডভোকেট বাবুলু মিয়া, ধ্রুব গৌতম, আসাদুজ্জামান শাফি, শিরিন চৌধুরী, অ্যাডভোকেট কবির আহমদ, অ্যাডভোকেট আজিজুর রহমান, প্রফেসর দেলোয়ার হোসেন, ছাদুল্লাহ বাচ্চু, শাহ আলম, হোসাইন মোরাস, মামুন চৌধুরী, জসিম উদ্দিন শিমুল, জহিরুল ইসলাম লাল, আলী হোসেন আলীম, আফিকুর রহমান আফিক, মোস্তাফিজুর রহমান, মো. বদরুল আলম, মো. নূও উদ্দিন খান, শাহজাহান আহমেদ, মো. হাসান শাহরিয়া, মো. আনু মিয়া প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন