এসবিএন ডেস্ক:
অপহরনের ৩দিন পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের ব্যবসায়ী পরেশ চন্দ্র বর্মনের আড়াই বছরের শিশু রাধারানীর লাশ রশিদপুরের মোলামগাড়ী বাজার সংলগ্ন পুকুর পাড় থেকে আধা-মাটি চাপা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, গত ২২শে ডিসেম্বর দুপুর আড়াইটায় মোলামবাজারে পরেশ চন্দ্র বর্মনের বাড়ির নিকট থেকে শিশুটিকে অপহরণ করা হয়। অপহরনকারীরা শিশুটির বাবা পরেশ চন্দ্র বর্মনকে মোবাইল ফোনে অপহরনের খবর দিয়ে মুক্তিপণ দাবি করে। পুলিশ ও বাড়ির লোকজন গত ২ দিন বিভিন্ন স্থানে শিশুটির সন্ধান করেও তার কোন খোঁজ পায়না। এ অবস্থায় শিশুর পরিবারটি মহা আতংকগ্রস্ত হয়ে পরে। ৩দিনের মাথায় শুক্রবার সকালে বাড়ির অদুরে একটি পুকুর পারে শিশু রাধারানীর লাশ এলাকাবাসী দেখতে পেলে বিষয়টি সবার নজরে আসে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে রিপোর্ট লেখ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কারা তা এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশু লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন