প্রতারক স্বামী ফিরে আসবেৃ এ আশায় এখন ও পথচেয়ে আছে তার স্ত্রী ও শিশু সন্তান। এমনকি সন্তানের অধিকার চাইতে গিয়ে পরিবারের হাতে মারধরের শিকার হয়েছে তাদের এক বছরের একমাত্র শিশু কন্যা ও তার মা মনোয়ারা । সূত্র জানায়, নগরীর আরাম বাগের ৪নং গলির ৫নং বাসার মৃত এটি এম মাজহারুল হকের ছেলে এড,এ এইচ এরশাদুল হক এর সাথে ০১/০৯/২০১৩ইং তারিখে সৈয়দা মনোয়ারা বেগম এর বিয়ে হয় ।প্রথম মাস খানেক তাদের সংসার ভালো চলছিল হটাৎ জেন অন্য রকম হয়ে তার সাথে কখন খারাপ আচরন কখন ভালো আচরন করতে লাগলো তার স্বামী এড,এ এইচ এরশাদুল হক। এক পর্যায় এভাবে চলতে থাকলে এক দিন সে উত্তেজিত হয়ে তার সাথে খারাপ আচরন সহ এমন কি গালি গালাজ শুরু করে এসব কথা জানালেন মনোয়ারা। মনোয়ারা আরো জানান,আমার কাছে টাকা দাবী করে আমি থাকে টাকা দুই লাখ দিতাম,আমি অপারগতা শিকার করলে সে আমার সাথে সংসার করবেনা এবং প্রানে মারার হুমকি পর্যন্ত দিয়েছে। তার এ অবস্হা দেখে আমি আমার ভাই ও এক খালার কাছ থেকে দুই লাখ টাকা দেই।এরপর সপ্তাহ খানেক আমার সাথে ভালো আচরন করে,আবার শুরু করে নির্যাতন এভাবে চলতে থাকে সংসার। পরে জানতে পারি সে নাকি আগে বিয়ে করেছে একটি, সে জন্য সে আমাকে তার বাসায় তুলেনি।এবং এ কথা জানার পর তাকে বললাম আপনার আগের বিয়ে আছে বউ আছে আমাকে বলনি,এজন্য কি আমার গর্ভের আড়াই মাসের সন্তান নষ্ট করলে।সে তখন আমাকে সান্তনা দিতে থাকলো আর বলল সন্তান নষ্ট হয়েছে তে কি হয়েছে আবার সন্তান নিব।এরপর থেকে শুরু হয় এরশাদুল ও তার পরিবারের নাটকীয়তা। সামাজিক মর্যাদা দিয়ে ঘরে তোলার কথা বলে আমাকে আমার বাবার বাড়িতে রাখে বলে জানালেন মনোয়ারা। আজ না কাল করতে করতে বিয়ের প্রায় সারে তিন বছর পর গত ২২/০৯/২০১৬ইং তারিখে জন্ম নেয় একটি কন্যা সন্তান যার নাম রাখা হয় মোছাঃ ইসরাত জাহান হক ইমু,আজ তার বয়স ১৬ মাস সে আব্বু আম্মু ডাক শুরু করেছে কিন্তু আম্মুকে কাছে পেলে ও বাবাকে এখন ও কাছে পায়নি সে শিশু মেয়েটি।আজ ও সে বাবার অপেক্ষায় পথচেয়ে আছে মেয়েটি আর স্বামীর আশায় পথ চেয়ে আছে মেয়েটির মা হতবাগা মনোয়ারা।তবে এ ব্যাপারে এড,এ এইচ এরশাদুল হকের সাথে প্রতিবেদক মোবাইল ফোনে তিনির বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।