ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


শীতের প্রাকলগ্ন

redtimes.com,bd
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৭, ০৬:১০ অপরাহ্ণ
শীতের প্রাকলগ্ন

রিফাত কান্তি সেনঃ

হেমন্ত মানেই প্রকৃতিতে শীতের প্রাকলগ্ন।প্রকৃতিতে শীত শীত ভাব মাত্র দেখা দিয়েছে কদিন হল।হেমন্ত উৎসব ও গেলো কদিন আগে।কৃষকেরা এসময় তাদের মাঠের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করেন।এসময় বৃষ্টি খুব একটা দেখা যায় না।আবার প্রকৃতি রূপ বদল হতে ও তো দেরি করে না।হেমন্তে ধান পাকে,কৃষকের মুখে হাসি ফোঁটে। হেমন্তের সেই ধান এখনো পরিপূর্ণভাবে ঘরে তোলে নি কৃষক।ক্ষেতে পাকা ধান আর কৃষকের দুশ্চিন্তা উভয় যেনো মিশে একাকার।
বৃষ্টি যেনো চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে শতগুণ। বৃষ্টির কারণে ফসলের মাঠে পানি বেড়ে যাওয়ায় ফসল নষ্ট হবার সম্ভাবনা জন্ম নিয়েছে।তাইতো হাঁটু সমান পানিতে কৃষক মাঠে ফসল কাটতে সময় পার করছে।

দেশের গ্রামাঞ্চলের অনেক যায়গায়ই এখনো ধান কাঁটা হয়নি।হলুদ ধানের সৌন্দর্যে ধান ক্ষেতগুলোতে বর্ণিলতা দেখা দিয়েছে।হলদে বর্ণের ধান ক্ষেত সত্যি চোখ জুড়ায় যে কারো।

প্রকৃতিতে এসময়টা কৃষকের জন্য আশির্বাদ হলেও,বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে তা যেনো অভিশাপে রূপ নিয়েছে।

অসময়ের বৃষ্টিতে ফসলগুলো নষ্ট হবার সম্ভাবনা অনেকাংশই বেড়ে যেতে পারে।

এতকিছুর পরওও প্রকৃতির কাছে চাওয়া। প্রকৃতি আবার সেই পুরোনো, চিরচেনা রূপ ধরা দেবে ধরনীতে।প্রকৃতির আশির্বাদে পরিপূর্ণ হবে কৃষকের গোলা।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930