শীর্ষ খবর : খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নেতাদের রহস্যময় তৎপরতা

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

শীর্ষ খবর : খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নেতাদের রহস্যময় তৎপরতা
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক।
 জাতীয় প্রেসক্লাবে ঢাকার সাংবাদিক ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে তিনি এই মন্তব্য করেন।
 তিনি বেগম খালেদা জিয়ার সম্পর্কে বলেন যে, বেগম জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। সবাই মিলে আসুন এই দানবীয় সরকারকে বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।
মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা সামঞ্জস্যহীন এবং অসংলগ্ন বলছেন। বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হয়ে থাকেন এবং তার অবস্থা যদি সংকটাপন্ন হয় তাহলে বিএনপির উচিত তার জন্য দোয়া করা বা তার রোগ রোগ মুক্তি কামনা করা।
 কিন্তু তার সঙ্গে সরকার পতনের কি সম্পর্ক আছে সেটি যেমন বোধগম্য নয়, বেগম খালেদা জিয়া যদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই থাকে তাহলে এরকম সময় বিএনপি কেন বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি পালন করছে।
 তাহলে কি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিএনপির নেতৃবৃন্দ—এই প্রশ্নটি ক্রমশ জোরালো হয়ে সামনে এসে দেখা দিয়েছে।
বেগম খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা সিঁথি। শর্মিলা সিঁথি, শামীম ইস্কান্দার এবং বোন সেলিনা রহমান ছাড়া বিএনপির অন্য কোনো গুরুত্বপূর্ণ নেতাকে বেগম খালেদা জিয়ার রোগ সজ্জার পাশে দেখা যাচ্ছে না।
এমনকি বেগম খালেদা জিয়াকে নিয়মিত দেখতে যাওয়ার সৌজন্যতাটুকুও বিএনপির নেতারা দেখাচ্ছে না। প্রশ্ন উঠেছে কেন?
বেগম জিয়ার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তারেক জিয়ার অনুমতি লাগে এবং তারেক জিয়ার যাকে যেভাবে বলছেন তার বাইরে কেউ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে পারছেন না।
 বেগম খালেদা জিয়ার  চিকিৎসা নিয়ে যে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা স্বাধীন ভাবে কাজ করবে সেই ক্ষমতাও তাদের নেই। কারণ যেকোনো চিকিৎসা প্রটোকল দেওয়ার আগে লন্ডনে টেলিফোন করতে হচ্ছে। ডা. জোবাইদার সাথে পরামর্শের পরই বেগম খালেদা জিয়াকে যেকোনো রকম চিকিৎসা দেওয়া হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক সূত্র বলছে, বেগম জিয়ার লিভারে পানি জমছে এবং এই পানি বের করতে হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৫ লিটারের মতো পানির বেগম খালেদা জিয়ার লিভার থেকে বের করা হয়েছে।
যখনই পানি বের করা হচ্ছে তখনই তিনি দুর্বল হয়ে পড়ছেন। এছাড়াও তার পরিপাকতন্ত্রে ইনফেকশন দেখা দিয়েছে বলে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
এরকম পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার কি চিকিৎসার দরকার সে সম্পর্কে এভারকেয়ার হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন, এরকম অবস্থায় তার জন্য দরকার হলো লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা নিরবিচ্ছিন্ন চিকিৎসা।
 কিন্তু দুটোর কোনোটার ক্ষেত্রেই বিএনপি বা বেগম জিয়ার পরিবারের সহযোগিতা পাচ্ছে না। বরং চিকিৎসা নিয়ে ধীরগতি এবং এক ধরনের চিকিৎসাহীনতার কৌশল অবলম্বন করছে বিএনপি এবং বেগম জিয়ার পরিবার।
তাহলে কি বিএনপি নেতাদের অন্য কোনো মতলব আছে? বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাদের এই রহস্যময় তৎপরতার উদ্দেশ্য কি—তা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপিত হয়েছে।
রাজনীতি এবং অসুস্থতা দুটি আলাদা বিষয়। বেগম খালেদা জিয়ার অসুস্থতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটির মধ্যে রাজনীতি আনার কোনো দরকার নেই। আর যদি বেগম খালেদা জিয়ার বিষয়কে নিয়ে রাজনীতি করতে চায় তাহলে যা যা করা দরকার বিএনপি নেতারা সেটি এখন করছে।
এ কারণেই তাদের রহস্যময় তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেকেই মনে করছে যে, বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির নেতাদের রহস্যময় তৎপরতার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031