১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫
এসবিএন ডেস্ক:
ব্যবসায়ী ও ফ্রিডম পর্টির নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা হত্যা মামলায় নব্বইয়ের দশকের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল আহমেদ জোসেফের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসাথে মামলার আরেক আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাবিল সরকারকে খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান।
১৯৯৬ সালে রাজধানীর লালমাটিয়ায় ব্যবসায়ী মোস্তফা নামে ফ্রিডম পার্টির এক নেতাকে গুলি করে হত্যার অভিযোগে এই মামলা হয়েছিল। এ মামলায় বিচারিক আদালত ২০০৪ সালে জোসেফ ও মাসুদ জমাদারকে মৃত্যুদণ্ড এবং কাবিল সরকার, হারিস আহমেদ ও আনিস আহমেদ নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হারিস ও আনিস পলাতক থাকায় তারা হাইকোর্টে আবেদন করেননি।
তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর মাসুদ জমাদারকে খালাস দিয়ে জোসেফ ও কাবিলের রায় বহাল রাখা হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জোসেফ ও কাবিল আপিলে যাওয়ার পর বুধবার এ রায় দেন আদালত।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766