২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
মালয়েশিয়া সরকারের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস) এর উদ্যোগে এবং বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান “মেন্টরস স্টাডি এব্রোড”এরসহযোগীতায় এইমেলার আয়োজন হচ্ছে।সোমবার ঢাকারিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদসম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
“মেন্টরস স্টাডি এব্রোড” এর সিনিয়র কনসালটেন্ট প্রদীপ রায় এবং মালয়েশিয়ান এডুকেশন বিশেষজ্ঞ আরিফ সৈয়দ জানান ,শুক্র এবং শনিবার ২৭-২৮ইজুলাই সকাল ১০:৩০ থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত ঢাকা হোটেল আমারিতে (গুলশান-২, রোড-৪১) ।একই মেলা চট্টগ্রামে আগামী সোমবার (৩০শে জুলাই) নগরীর হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বেভিউতে অনুষ্ঠিত হবে।মেলায় মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।মেলায় আগত শিক্ষার্থী এবং অভিভাবকরা মালয়েশিয়ান শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইএমজিএসএর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি, বৃত্তি সুবিধা এবং ভিসাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মেধারভিত্তিতে একশতভাগ (১০০%) পর্যন্ত বৃত্তি দেবে বলে জানান তারা।শিক্ষামেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় অংশগ্রহণ করারজন্য শিক্ষার্থীদের প্রি রেজিষ্ট্রেশন করতে হবে। প্রি রেজিষ্ট্রেশনের প্রণালী জানতে “মেন্টরস স্টাডি এব্রোড” এর ফেইসবুক পেইজ অথবা ০১৭১৩-২৪৩৪১৬ যোগাযোগ করতে হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766