শূন্যতা

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

শূন্যতা

 

ফারহানা হোসেন
মাঝে মাঝে মনের বাসনা অতিক্রম করে।
বুকের ভেতর কিসের যেন এক শূন্যতা অনুভব হয়,
পাওয়া কি-না পাওয়ার, বেদনা নাকি সুখের?
কার জন্য কাঁদায় এ মন
ছন্নছাড়া আবেগ বুঝে উঠতে পারে না।
নিজের মনের অবিন্যস্ত অনুভূতিগুলো ভীষণভাবে এলোমেলো লাগে।
দিনগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে, মনে হতেই বুকের ভেতর এক শূন্যতা গ্রাস করে।
কি পেলাম আর কি হারালাম আর কি পেতে চায় এ অবিচ্ছিন্ন হৃদয় তাও বোঝা বড় দায়।
আজ পূর্ণিমা কিন্তু
গাঢ় অন্ধকার চাঁদটাকে ঘিরে রেখেছে বাইরের কুয়াশা।
কুয়াশায় চাঁদটা দেখতে বুড়ি বুড়ি লাগছে।
বরাবরই চাঁদকে আমার চিরযৌবনা লাগে,
আজ কুয়াশার জন্য চাঁদের যৌবনে ভাটা পড়েছে।
কুয়াশার রাত্রিতে আমি সব সময়ই বিষণ্ন থাকি আজও তাই,
মনে হয় রাত যেন আর শেষ হয় না দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হয়।
অনুভূতির পাখনা মেলে অধরা স্বপ্নগুলো বার বার ঝরে পড়ে।
টুকরো টুকরো কুয়াশায় কেটে যায় আমার ঘন কালো পূর্ণিমার রাত।
ভেসে যাই স্মৃতির রাজ্যে, মৌনতার মিছিল চারিদিকে হাহাকার।
অধরা স্বপ্নরা ফিরে ফিরে আসে,
রাতের শরীরে আলিঙ্গনে পূর্ণিমার আচঁল।
দূরে বহু দূরে ট্রেনের হুইসেল ভেসে আসছে …
স্মৃতির মনিকোঠায় একটি মুখ বার বার মনে করার চেষ্টায় ব্যর্থ হচ্ছি সব ঝাপসা,
এক জীবনের ব্যবধানে আমি ভুলে গেছি শেষ কবে আমি এই মুখ মনে করেছি।
আমি চাঁদের বাড়ি ছুঁতে চাই … দূরে বহু দূরে বিষণ্ন কুয়াশায় হারিয়ে যাচ্ছে।
আমার জল ভরা চোখ, হারিয়ে যাচ্ছি আমি ..

লাইভ রেডিও

Calendar

May 2023
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031