১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৮
বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বে ১০জন রাষ্ট্রনায়কের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। শেখ হাসিনা দেশকে আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিলন হলে লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন আজকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, অর্থনীতির উন্নয়ন অগ্রগতি জানান দিচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়নে।
ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল্লাহ তারেক ভুঁইয়া। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রাজীব কুমার সাহার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গভবনের এডিসি কর্নেল আবুল সাঈদ শিমুল, শিক্ষা উপ সচিব আহম্মেদ কবির, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোল রক্ষক বিপ্লব ভট্টাচার্য, লাকসাম পৌরসভা সাবেক চেয়ারম্যান মেজর হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, লাকসাম উপজেলা ভাইসচেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মন্নান মনু, সাংগঠনিক সম্পাদক ড. রফিকুল ইসলাম হিরা, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, লাকসাম পৌরসভা কাউন্সিলর আবদুল আলিম দিদার, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদ উল্লাহ মজুমদার, সাধারণ সম্পাদক লায়ন ওসমান গণি ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যাংকার আলিম উল্লাহ, লাকসাম উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুক, প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাগর, সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আমিরুল ইসলাম, ফেবিয়ান গ্রুপ অব ইন্ডাট্রিজ লি. এর নির্বাহী কর্মকর্তা মো. শামছুল আলম শামীম, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন সুজন, সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল, লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সহসভাপতি আজাদ আবুল কালাম, আবদুল আজিজ, সাইমুন হাফিজ, খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন, আসাদুজ্জামান মাসুদ, অর্থ সম্পাদক রবিউল আলম, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দফতর সম্পাদক ডা. সুব্রত দেবনাথ, সহদফতর সম্পাদক মাসুদ নোমান, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া শামীমসহ লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সদস্যবৃন্দ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766