২রা মার্চ ২০২১ ইং | ১৭ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৮
অধিনায়ক লিওনেল মেসি ও মার্কোস রোহোর গোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা । ২-১ গোলে নাইজেরিয়াকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিল তারা । এই জয়ে ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠলো মেসির আর্জেন্টিনা।
গ্রুপের অন্য ম্যাচে ক্রেয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। ফলে ৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হলো ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট নিয়ে নাইজেরিয়া তৃতীয় ও ১ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড চতুর্থ হলো।
সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়া বিপক্ষে ১৪ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। ৫১ মিনিটে পেনাল্টি থেকে নাইজেরিয়ার ভিক্টর মসেস গোল করে ম্যাচে সমতা আনেন।
এরপর ৮৬ মিনিটে রোহো আবারো গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766