১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬
এসবিএন ডেস্ক: শীতের প্রকোপ ও শৈত্য প্রবাহে পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ানে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই বয়স্ক বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার (২৫ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এদিকে দেশটির ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিস জানায়, গত দু’দিন ধরে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এদের মধ্যে শীতের প্রকোপে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি।
রাজধানী তাইপেসহ নিউ-তাইপে, পিংটাং শহরে শীতের প্রকোপ বেশি। এসব স্থানে বয়স্ক নাগরিকদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির সাধারণ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। তবে জানুয়ারি মাসে তা ১৪ থেকে ১৯ ডিগ্রিতে ওঠানামা করে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766