এসবিএন ডেস্কঃ সুন্দরবনের শ্যালা নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিইটিএ)। তবে বিকল্প পথ হিসেবে মংলা-ঘোষিয়াখালি নৌপথে নৌযানগুলো চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
এর আগে শনিবার বিকেলে শ্যালা নদীতে কয়লা বোঝাই উপকূলীয় জাহাজ (কোস্টার) ডুবির পর বিআইডাব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক (নৌপথ) মো. জহিরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের একটি দল রোববার ঘটনাস্থল পরিদর্শন করে।
২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ওয়েল ট্যাঙ্কার ডুবির পরও একবার এই নৌপথটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
সংবাদটি শেয়ার করুন