২৮শে জুন ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২২
পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শ্রমিকদের পুরো পাওনা দেওয়া হচ্ছে না।
রেশনিংয়ের মধ্যে কল্যাণ আছে কিন্তু সেটা শ্রমিক পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে। সেটা শ্রমিকদের কাছে পৌঁছানো নিয়ে নিজের শঙ্কা আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কোনো বিষয় যত বেশি প্রসারিত তত বেশি ছিদ্র। রেশনিং ব্যবস্থা প্রসারিত হলেও সেখানে ছিদ্র দেখা দিতে পারে। সরকার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন সেখানে শ্রমিক পর্যন্ত বেয়ে বেয়ে যেতে যেতে কতটুকু পৌঁছেছে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে।’
তিনি বাংলাদেশে টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর আয়োজনে গোল টেবিল বৈঠকে এ কথা বলেন ।
বিগত ১৫ বছর যাবৎ বিভিন্ন পর্যায়ে প্রাক্ বাজেট পর্যালোচনা “শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই” শীর্ষক গোল টেবিল বৈঠকসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৪ মে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোল টেবিল আলোচনায় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম.এ মান্নান । বক্তব্য রাখেন বিকেএমইএ’র কার্যকারী সভাপতি মো: হাতেম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম, ৭১’র টিভির বিজনেস এডিটর কাজী আজিজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক আশিকুল আলম পটল, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কারী শহিদুল ইসলাম সবুজ, গণমাধ্যম ও নারী অধিকারকর্মী কাবেরী মৈত্রেয়, বাংলাদেশ জাতীয় র্গামেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, গার্মেন্টস শ্রমিক সংহতির আহবায়ক তাসলিমা আক্তার, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহরানে সুলতান বাহার, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমসহ জাতীয় ভিত্তিক বিভিন্ন শ্রমিক সংগঠন ও মানব অধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
Sumon Suddha
Contact: 01710010218
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com