ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


শ্রমিক বিক্ষোভে ১৫ কারখানা বন্ধ ঘোষণা

redtimes.com,bd
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ণ
শ্রমিক বিক্ষোভে ১৫ কারখানা বন্ধ ঘোষণা

কামরুজ্জামান হিমু 

ঢাকার সাভার ও ধামরাইয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক ও চাকরিপ্রত্যাশীরা। এসব ঘটনায় এ অঞ্চলের অন্তত ১৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা ও চাকরিপ্রত্যাশীরা এসব বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

সকাল ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জিএবি লিমিটেড ও আশে পাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। নরসিংহপুর এলাকায় হা-মীম, শারমীন, নাসা গ্রুপের শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। পরে শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জিএবি লিমিটেডের এক শ্রমিক বলেন, “কারখানায় ওভার টাইম দেয় না, হাজিরা বোনাস দেয় না, যখন তখন শ্রমিক ছাঁটাই করে। গত বৃহস্পতিবার এসব দাবি জানালেও দাবি না মেনে আজকে কারখানা বন্ধ ঘোষণা করে।”

এদিকে ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড কারখানার সামনে চাকরির দাবিতে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশিরা।

একমি কনজ্যুমারস লিমিটেডের শ্রমিকরা তাদের এগ্রোভেট ও কনজুমার ফার্মার সঙ্গে অন্তর্ভূক্ত করা, ফার্মার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সকল সুযোগ সুবিধা প্রদানসহ ১৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ – ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “শ্রমিকরা নানা দাবিতে বিক্ষোভ করছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে। দাবিগুলো একেক যায়গায় একেক রকম। ধামরাইয়ে স্নোটেক্স কারখানার সামনে চাকরি প্রত্যাশিরা বিক্ষোভ করেছে। একমি কনজ্যুমারস লিমিটেডেও বিক্ষোভ করছেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930