সদরুল আইনঃ
গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান,ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আলম ভাংগী, মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হামজা,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম দুলু, পৌর আ,লীগের সাধারন সম্পাদক নূরে আলম মোল্লা প্রমুখ।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন