ঢাকা ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


শ্রীপুরে কমিউনিটি ও বিট পুলিশের সমাবেশ অনুষ্ঠিত

redtimes.com,bd
প্রকাশিত জুন ৮, ২০২৩, ০৮:১১ অপরাহ্ণ
শ্রীপুরে কমিউনিটি ও বিট পুলিশের সমাবেশ অনুষ্ঠিত
সদরুল আইনঃ
 গাজীপুরের শ্রীপুরে গ্রীনভিউ রিসোর্টে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের বর্ণীল বর্ণাঢ্য  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের গ্রীন ভিউ রিসোর্টে দৃষ্টিনন্দন মনোজ্ঞ এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশ ফোরাম ও শ্রীপুর থানা পুলিশ যৌথভাবে এ বর্ণীল সমাবেশের আয়োজন করে।
ব্যতিক্রমি বর্ণীল এ সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম বার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম।
এছাড়াও  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাড. মো. হারুন অর রশিদ ফরিদ, কমিউনিটি পুলিশের সদস্য সচিব ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. মাসুদ আলম ভাঙ্গী।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম।
সমাবেশে উপজেলার একটি পৌরসভা, ৮টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের ২ হাজার ৭০০ কমিউনিটি পুলিশের সদস্য অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, কিশোর গ্যাংসহ সব ধরণের অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান এবং সামাজিক সচেতনা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031