সদরুল আইনঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
বৈরাগীরচালা বাজারে আ.লীগ কার্যালয়ে সকাল ১০ টায় শুরু হওয়া উক্ত বর্ধিত সভাটি দুপুর পৌনে ৩ টা পর্যন্ত চলে।
ওয়ার্ড সভাপতি ফোরকান খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান খান বাদল এর সঞ্চালনায় বর্ধিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ওমর ফারুক খান।
এরপর এই ওয়ার্ডের প্রয়াত নেতা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান,প্রয়াত নেতা সিরাজুল ইসলাম ভাঙ্গি,জেলা আ,লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল,সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুল আউয়াল খান,কামাল মীরসহ প্রয়াত নেতাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক এড, হারুন অর রশিদ ফরিদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ভাঙ্গির সুযোগ্য উত্তরসূরী মাসুদ আলম ভাঙ্গী,পৌর আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, সাংগঠনিক টিমের প্রধান পৌর কমিশনার মো: হাবিবুল্লাহ,উপজেলা আ.লীগের প্রবীন সদস্য আব্দুল গফুর খান, বলিষ্ঠ সদস্য আলহাজ্ব এ কে এম সাখাওয়াত হোসেন খান, সাবেক কাউন্সিলর শাহজাহান মন্ডল,পৌর আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, উপজেলা আ,লীগের মানব সম্পদ সম্পাদক এড,কামাল ফকির, উপজেলা আ.লীগের তথ্য গবেষণা সম্পাদক ইবরাহিম মাহমুদ, মহিলা কাউন্সিলর মোমেনা খাতুন বুলবুলি, পৌর আ,লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান বিএস সি,জয় আহমেদ,এড. মাইনুল হোসেন খান, এড সেলিম,তুষার মন্ডল,গোলজার হোসেন মীর,মাসুদ ইবনে মোবারক প্রমুখ।
বর্ধিতসভায় নেতা কর্মিরা মুক্ত মনে তাদের সমস্যা, বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজ গৃহীত নানা উন্নয়নমূলক কর্মকান্ডের খতিয়ান তুলে ধরেন।একই সাথে নেতা কর্মির সাথে দুরত্ব কমিয়ে সেতুবন্ধন আরও কিভাবে সুদৃড় করা যায় তার রুপরেখা ও করনীয়সমুহ বর্ননা করেন।
এলাকার উন্নয়নে, শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মিয় উপসানালয়সমুহে প্রাপ্ত অর্থ সাহায্য, রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়নে বর্তমান এমপির কালজয়ী ভূমিকার প্রশংসা করা হয়।
ভবিষ্যত কর্মপরিকল্পনা, বিশেষ করে আগামি জাতীয় নির্বাচনে দলিয় ঐক্য ও সংহতি কিভাবে সুদৃড় করা যায় তার উপর বিশেষ আলোকপাত করা হয়।
বক্তারা বলেন, বর্তমানে গাজীপুর-৩ আসনে ১৯ টি ভাতা চালু করেছেন এমপি ইকবাল হোসেন সবুজ ।শিক্ষকদের চিকিৎসার জন্য ব্যক্তি উদ্যোগে বিশেষ তহবিল গঠন করা হয়েছে।আর্থ সামাজিক জনউন্নয়নে অগ্রাধিরকারভাবে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হয়েছে।
এই আসনের সর্বত্র উন্নয়নের যে কালজয়ী অগ্রযাত্রা শুরু হয়েছে তার ধারাবাহিকতা রক্ষার জন্য আ.লীগকে ফের রাষ্ট্রক্ষমতায় রাখা এবং গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজ এমপি’র বিকল্প কিছুই নেই বলে সকল বক্তা সহমত পোষণ করেন।
সংবাদটি শেয়ার করুন