ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন আর নেই

redtimes.com,bd
প্রকাশিত মে ১৯, ২০২৩, ০৮:১৮ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন আর নেই
কপিল দেব:

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন আজ শুক্রবার (১৯ মে) সকাল ৬ ঘঠিকায় নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে এক পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

 

আজ শুক্রবার বিকাল ২:৩০ মিনিটে পৌর শহিদমিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা জানানো শেষে অন্ত্যেষ্টিক্রিয়া আশীদ্রোণ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।

 

শ্রীমঙ্গলের রাজনৈতিক প্রেক্ষাপটে তার পক্ষপাতহীন স্পষ্ট বক্তব্য সমাজ পরিবর্তনের একটি উজ্জ্বল দিক-নির্দেশনা হয়ে থাকবে। শ্রীমঙ্গলবাসী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

উল্লেখ” বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন জন্ম ৬ জানুয়ারি ১৯৫৫ খ্রিস্টাব্দে। বরদাকান্ত সেন ও সুপ্রভা সেন-এর চার কন্যা ও দুই পুত্রসন্তানের মধ্যে তিনি কনিষ্ঠ।

তিনি পড়াশোনা করেছেন শ্রীমঙ্গলের চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে, ভিক্টোরিয়া বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এবং শ্রীমঙ্গল মহাবিদ্যালয়ে। স্কুলজীবন থেকে ছাত্ররাজনীতির সাথে জড়িয়ে নেন নিজেকে।

১৯৬৭-’৬৮ সনে মৌলভীবাজার মহকুমার শ্রেষ্ঠ স্কাউটকর্মীর যোগ্যতা অর্জন করেন। মুক্তমনা সংস্কৃতিসেবীদের সংগঠিত করেন জাগৃতী শিল্পীগোষ্ঠীর ঘরানায়। সত্তুরের দশকের গোড়ার দিকে শ্রীমঙ্গলে এ সংগঠনটি সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করিৎকর্মা কৃতীজন বিরাজ সেন তরুণ ৭১এর মুক্তিযুদ্ধের একজন নির্ভীক যোদ্ধা।

১৯৭৫-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ৩২ বছরের প্রবাস যাপন শেষে দেশে ফেরেন ২০০৮ সালে।

নিজেকে আবার জড়িয়ে নেন দেশের কাজে। শ্রীমঙ্গল শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন সাধুবাবার থলিখ্যাত বধ্যভূমি (যেখানে ১৯৭১ সালে কয়েক হাজার নিরীহ মানুষকে হত্যা করে পুঁতে রাখা হয়েছিল) সংরক্ষণ ও মর্যাদাদানে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) নূরুল হুদা ও স্যাইয়িদ মুজীবুর রহমানসহ তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ‘বধ্যভূমি ৭১’ নামে এখন এটি সকল প্রজন্মের কাছে একটি স্মৃতিস্মারক। তাঁর ঘনিষ্ঠ সাহচর্য তরুণ প্রজন্মকে প্রাণীত করে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031