রূপক দত্ত চৌধুরী শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
আজ ২৮শে মে শনিবার বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের হাজী আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সিন্দুরখাঁন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল আলম আছিদ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আছকির মিয়া।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সহ – সভাপতি ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য প্রবীণ রাজনীতিবিদ আবু শহীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, মোঃ ছালিক আহমেদ, সিন্দুরখাঁন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লা আল-হেলাল।
সিনদুরখাঁন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ টিটু, সিন্দুরখাঁন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলূগের সভাপতি বিনয় ভূষণ দেব, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নাধু মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার আব্দুস শহীদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুকন উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা সদস্যা মোছাম্মদ রাবেয়া খাতুন প্রমুখ।
সিন্দুরখাঁন ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালসহ সকল নেতৃবৃন্দের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের আত্মার শান্তি কামনা করে ১মিনিট নীরবতা পালন করেন।
বর্ধিত সভায় বক্তারা বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগ পরিবার ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল থেকে দলের সদস্য হওয়ার গৌরব অর্জন করতে পারবেন।এছাড়া দলের ত্যাগী ও পুরোনো সকল সদস্যদের প্রাধান্য দিয়ে দলে সদস্য হিসেবে বিবেচিত হবেন।কোনো আওয়ামী বিরোধী পরিবারের কোনো সদস্য দলে সদস্য করার কোন সুযোগ দেওয়া চলবে না। অতীতের সব ভুলকে অনুধাবন করে আগামী দিনের কথা ভেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ভবিষ্যৎসভায় বক্তারা আরো বলেন, পদ্মা সেতুর উদ্বোধন হবে আগামী মাসের ২৫ তারিখ। সেই কাঙ্খিত দিনটি বাংলার মানুষের দীর্ঘদিনের চাওয়া। সেই অর্জনকে ধূলিসাৎ করতেই দেশ বিরোধীরা আওয়ামীলীগের উননয়নকে আজ নতুন নতুন ষড়যন্ত্র করে চলেছে।এরই ধারাবাহিকতায় আজ কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উস্কানিমূলক কর্মকান্ডে লিপ্ত করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে মরিয়া হয়ে পড়েছে।কিন্তু তারা এসব কাজ করে দেশের উন্নয়নকে বাঁধা দিয়ে দাবিয়ে রাখতে পারবে না। কারণ বাংলার মানুষ উন্নয়নে বিশ্বাসী।আওয়ামীলীগ ক্ষমতায় এলে উন্নয়ন অবধারিত বলা যায়।তাই তাদের এ ষড়যন্ত্রে সাধারণ মানুষ কখনও সাড়া দেবে না। ওয়ার্ড কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ড কমিটির গঠন ও ইউনিয়ন কমিটির সম্মেলন। পরিশেষে আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলের সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি।
সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা আগামী ৩০ শে জুনের মধ্যে সিন্দুরখাঁন ইউনিয়নের সদস্য অন্তর্ভুক্ত ও সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন