কপিল দেব জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনিবন্ধিত ইনোভা ও রেটিনা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে সিলগালা করে দিয়েছে প্রশাসন।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের ৭২ ঘন্টা আলটিমেটামের প্রেক্ষিতে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের স্টেশন রোডের রেটিনা ডায়াগনস্টিক ও কালীঘাট রোডের ইনোভা সেন্টার দুটির নিবন্ধন না থাকায় উপজেলা স্বাস্থ্য প্রশাসন বন্ধ করে সীলগালা করে দিয়েছে।
শনিবার( ২৮মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এ অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পার্থ সারথী সিংহ, সেনেটারি ইন্সপেক্টর বিনয় সিংহ রাউথিয়া, শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) ইউসুফ প্রমুখ।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, দুটি প্রতিষ্ঠানে ল্যাব পরিচালনার জন্য নিবন্ধিত নয়। ডায়াগনস্টিক দুটির ল্যাব ও এক্সরে বন্ধ থাকবে, তবে ডাক্তারগণ তাদের চেম্বার করতে পারবেন।
এ সময় ডা. সাজ্জাদ হোসের চৌধুরী আরো জানান নিবন্ধন পাওয়ার পর পুনরায় সেন্টার দুটি খুলে দেওয়া হবে।
এ ব্যাপারে মৌলভীবাজার সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, জেলা ব্যাপী এ অভিযান অভ্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন