৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
রূপক দত্ত চৌধুরী শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
আজ ২৪শে জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডস্থ পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসের রোটারী ভবনে রুমে ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল ব্যাংকিং বিভিন্ন দিক তুলে ধরে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার আয়োজনে এ স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল এনসিসি ব্যাংকের ক্রেডিট অফিসার অয়ন রায় এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দিল আফরোজ বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান জিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল রোটারী পাবলিকের সম্পাদক মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল রোটারী পানলিকের সাবেক সভাপতি, হুমায়ুন কবির, সদস্য সুব্রত দাস, ফেরদৌস আলম, পল হ্যারিস স্কুলের সহকারী শিক্ষক অঞ্জন দেব প্রমুখ।
এনসিসি ব্যংকের ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, স্কুল ব্যাংকিং এর সুবিধা তোলে ধরে বলেন, স্কুল ব্যাংকিং ব্যবস্থা স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য সহায়ক ব্যবস্থা। এর মাধ্যমে প্রতিদিন,প্রতি সাপ্তাহে নিজের জমানো টাকা এনসিসি ব্যাংকে জমা ও দিয়ে কাঙ্খিত স্বপ্ন পূরণ করে পরিবার ও বন্ধু মহলে আপনি হয়ে উঠুন একজন ষ্টার। স্কুল ব্যাংকিং ব্যাবস্থায় আপনাকে প্রথমে ন্যূনতম একশো টাকা জমা দিতে হবে। এ ব্যবস্থায় ফ্রি ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা, বার্ষিক চার্জ ফ্রি, জমা টাকার উপর নির্দিষ্ট হারে রিটার্ন সুবিধা,ব্যাংকিং কার্য দিবসে যে কোনো পরিমাণ টাকা উত্তোলনের সুবিধা, ফ্রি অনলাইন ব্যবস্থা নিয়ে আপনি এনসিসি ব্যংক এর একজন গর্বিত সদস্য হোন।
আলোচনা শেষে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার বক্স ও খাবার বিতরণ করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com